ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ০৫:৫৯ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছে। 

শুক্রবার সকালে জেলার নবীনগর উপজেলার আলিয়াবাদ ও বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে পৃথক দুর্ঘটনাগুলো ঘটে। 

নিহতরা হলেন দুলাল মিয়া-(২৩) ও রিহান মিয়া-(৫)।  নিহত দুলাল মিয়া নবীনগর উপজেলার নারায়নপুর গ্রামের গেদু মিয়ার ছেলে এবং শিশু রিহান মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র। 

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম বলেন, শুক্রবার সকালে ইট বোঝাই একটি ট্রাক্টর উপজেলার আলিয়াবাদ গ্রামের পশ্চিমপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে ট্রাক্টর চালক দুলাল মিয়া ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। 

অপর দিকে বৃহস্পতিবার বিকেলে আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে অটোরিকশা চাপায় শিশু রিহান মিয়া  নিহত হয়। 
পুলিশ জানায়, অপরদিকে নিজ বাড়ি থেকে রিহান বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল যাওয়ার বেরিয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করার সময় রাজাপুর বায়তূন নূর জামে মসজিদের সামনে রিহানকে একটি অটোরিকসা চাপা দিয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 

দুর্ঘটনার পর স্থানীয়রা অটোরিকশা চালককে আটক করে। 

এ ব্যাপারে আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএম/