ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

শুরুর ধাক্কা সামলে উঠতেই জোড়া আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ১ এপ্রিল ২০২২ শুক্রবার

শান্তের আউটের দৃশ্য

শান্তের আউটের দৃশ্য

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। প্রোটিয়াদের ৩৬৭ রানের জবাব দিতে নেমে মাত্র ২৫ রানেই উইকেট হারায় বাংলাদেশ। জয়কে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়িয়ে শতকের দিকেই নিচ্ছিলেন শান্ত। তবে সেই হার্মারের ঘূর্ণিতেই পরাস্ত হলেন তিনিসহ মোমিনুলও। যাতে ৮০ রানেই তৃতীয় উইকেট হারাল টাইগাররা।

এর আগে স্বাগতিক দলকে ৩৬৭ অলআউট করে ব্যাট করতে নামে সফরকারীরা। শুরুটা অবশ্য দেখেশুনেই করেন দুই তরুণ মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক। প্রথম দশ ওভারেই দুজনে যোগ করেন ২৫ রান। তবে চা বিরতির ঠিক আগেই আক্রমণে আসা সিমন হার্মারের ঘূর্ণিতে পরাস্ত হন সাদমান। ফেরেন মাত্র ৯ রানেই।

ব্যাট হাতে অপরাজেয় থাকা স্পিনারের গুড-লেন্থে পড়ে নিচু হয়ে যাওয়া বলে সরাসরি বোল্ড হন ১৩তম টেস্ট খেলতে নামা বাঁহাতি ওপেনার। যাতে ওই ২৫ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সাদমানকে তুলে নিয়েই চা বিরতিতে যায় প্রোটিয়ারা।

তবে জয়কে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহ পঞ্চাশ পার করেন নাজমুল হোসাইন শান্ত। সামলে নেন শুরুর ধাক্কাও। নিজেও ছুটছিলেন অর্ধশকের লক্ষ্যেই। তবে তা আর হয়নি। আলোকস্বল্পতায় স্পিন দিয়েই আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন এলগার। আর তাতেই ধরা খেলেন দুটি করে চার-ছক্কা হাঁকানো শান্ত। 

হার্মারের স্পিনে বোল্ড হয়ে ফিরলেন ৩৮ রানেই। এ অবস্থায় ক্রিজে এসে থিতু হতে পারেননি অধিনায়ক মোমিনুলও। ঘাতক হিসেবে আবির্ভূত হওয়া অফস্পিনার সিমনের কাছে পরাস্ত হন তিনিও। নিজের পঞ্চাশতম ম্যাচে বাভুমা ৯৩ করলেও রানের খাতা খোলার আগেই আউট হন সৌরভ। 

যার ফলে ওই ৮০ রানেই তৃতীয় উইকেট পতন দেখল বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। মাহমুদুল হাসান জয় ৪০ রানে এবং মুশফিক ১ রানে ক্রিজে আছেন।

এনএস//