জাবি সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক সম্পাদক প্রীতম
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১২টি সাংস্কৃতিক সংগঠনের জোট জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ২০২২-২৩ সেশনের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সৌমিক বাগচী (জাহাঙ্গীরনগর থিয়েটার, অডিটোরিয়াম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই ব্যাচের একই বিভাগের শিক্ষার্থী সামি আল জাহিদ প্রীতম ধ্বনি।
শনিবার (২ এপ্রিল) জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সদ্য বিদায়ী কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সোহানুর রশীদ মুন গাজী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-১ আরিফুল ইসলাম (চারণ সাংস্কৃতিক কেন্দ্র), সহ-সভাপতি-২ ঐশি তানজিম (আনন্দন), সহ-সাধারণ সম্পাদক প্রাপ্তি তাপসী (জেইউডিও), অর্থ সম্পাদক শরণ এহসান (জহির রায়হান চলচ্চিত্র সংসদ), দপ্তর সম্পাদক ওমর ফারুক বান্না (জাহাঙ্গীরনগর থিয়েটার, টিএসসি), প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসাইন রোহান (জলসিঁড়ি)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, সামিয়া ইসলাম আনিকা (জেইউডিএস), রেফাত মাহমুদ (চিরকুট), আব্দুর রহমান নাহিদ (সুস্বর)। কমিটিতে পর্যবেক্ষক হিসেবে থাকছেন নাফিস মাহমুদ (জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি)।
কেআই//