ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টিপু হত্যায় আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার | আপডেট: ০৫:০৬ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার

মতিঝিল থানা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুনের ঘটনার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সহযোগিতা থাকতেও পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “এ  বিষয়টি আমরা উড়িয়ে দিচ্ছি না। এ মর্মান্তিক ও ন্যাক্কারজনক হত্যাকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।"

শনিবার (২ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তদন্তে যদি অন‌্য কারো সংশ্লিষ্টতা বেরিয়ে আসে তাকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। তদন্ত সংশ্লিষ্ট সংস্থাকে এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সাড়ে ১০টার দিকে শাজাহানপুর থানার আমতলা এলাকায় টিপুর গাড়ি লক্ষ্য করে অজ্ঞাত দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু ও তার গাড়িচালক মুন্না এবং রিকশারোহী বেসরকারি কলেজের শিক্ষার্থী সামিয়া ওরফে প্রীতি নির্মমভাবে খুন হন। 

এ ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হলে পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে নামে। 

তদন্তের অংশ হিসেবে এ ঘটনায় সরাসরি শুটার আকাশকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া ঘটনার পরিকল্পনাকারীসহ আরো ৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরকে//