ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪,   পৌষ ৮ ১৪৩১

স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো জার্মানি

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০২:০২ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার

ইউরোপিয়ান অনুর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ ফুটবলে স্পেনকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো জার্মানি।
শিরোপা নির্ধারনি গোলটি আসে প্রথমার্ধে। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। ৪০ মিনিটে জার্মানির রাইট উইঙ্গার মিচেল ওয়েইজার গোল করলে পিছিয়ে পরে চারবারের চ্যাম্পিয়ন স্পেন। গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে তারা। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও সুযোগ কাজে লাগাতে পারেনি স্পেন। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় বারের মতো শিরোপা জিতলো জার্মানি।