ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৭:০৬ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
ফিলিস্তিনে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার পশ্চিম তীরে অভিযান চলাকালে তারা গুলিতে নিহত হন। ধারাবাহিক সহিংসতার ক্ষেত্রে সর্বশেষ নিহতের ঘটনা এটি। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে এ কথা জানায় এএফপি।
পবিত্র রমজান মাস শুরুর প্রক্কালে উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ নিহতের ঘটনা ঘটল। এ সময় ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে ধারাবাহিক সহিংসতা ঘটতে দেখা যাচ্ছে।
শনিবার ইসরায়েলি পুলিশ জানায়, নিরাপত্তা বাহিনীর হাতে ইসলামিক জিহাদ যোদ্ধা গ্রুপের তিন সদস্য নিহত হয়েছেন। পশ্চিম তীরের জেনিন নগরীর কাছে তাদেরকে গ্রেফতারে অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনীর কর্মীরা তাদেরকে সরাসরি গুলি করে।
পুলিশ জানায়, এ সময় চার ইসরায়েলি সৈন্য আহত হয়। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
গত বছর রমজান মাসে ইসরায়েলি বাহিনী ও বর্ধিত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে নামাজ পড়তে আসা ফিলিস্তিনি নাগরিকদের মধ্যে ব্যাপক সংঘর্স ছড়িয়ে পড়ে এবং এটাকে কেন্দ্র করে ইসরায়েলি বাহিনী ও গাজা উপত্যকার ইসলামি শাসক হামাসের মধ্যে ১১ দিন ধরে ভয়াবহ সংঘাত চলে।
এনএস//