মাঠে নেমেই ৩ উইকেট পেলেন মুস্তাফিজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার | আপডেট: ০৯:৫০ পিএম, ২ এপ্রিল ২০২২ শনিবার
মুস্তাফিজুর রহমান
চলতি আইপিএলে দিল্লির হয়ে প্রথম ম্যাচে না খেললেও দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই উইকেট তুলে নিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। যাতে দলীয় মাত্র ১ রানেই প্রথম উইকেট খুইয়ে বসে গুজরাট টাইটান্স। কোয়ারেন্টাইনের কারণে প্রথম ম্যাচটি মিস করেন ফিজ।
শনিবার রাতের ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্ট। শুরুতেই মুস্তাফিজের হাতে বল তুলে দেন তিনি। আর অধিনায়কের আস্থার প্রতিদান দিতে বেশি দেরি করেননি টাইগার কাটার মাস্টার।
প্রথম বলে একটি রান দিলেও দ্বিতীয় বলেই অজি ব্যাটার ম্যাথু ওয়েডকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ফিজ। যাতে দলীয় মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় গুজরাট। ওই ওভারে অবশ্য একটি চারসহ মোট ৭ রান দেন ফিজ।
পরে শার্দুল ঠাকুর, খলিল আহমেদ ও অক্সার প্যাটেলকে দিয়ে বল করালে চার ওভারে আরও ৩১ রান তোলে গুজরাটের দুই ব্যাটার বিজয় শঙ্কর ও শুবমান গিল। যে কারণে ষষ্ঠ ওভারেই ফিজকে আক্রমণে আনেন দিল্লি অধিনায়ক পণ্ট।
এ ওভারে অবশ্য উইকেট না পেলেও মাত্র ৬ রান দিয়ে চাপে ফেলেন গুজরাটকে। যার ফলে সপ্তম ওভারের প্রথম বলেই উইকেট পেয়ে যান কুলদীপ যাদব। আর এতে ওই ৪৪ রানেই দ্বিতীয় উইকেট হারায় টাইটান্স।
পরে আরও দুই ওভারসহ মোট ৪ ওভার করে মাত্র ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট। যাতে ১৮ ওভারে ১৫৫ তোলা গুজরাট থামে ১৭১ রানেই, ৬ উইকেট হারিয়ে।
দলটির পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে আউট হন শুবমান গিল। তার ৪৬ বলের এই ঝড়ো ইনিংসে ছিল ছয়টি চারের সঙ্গে চারটি ছয়ের মার।
এনএস//