ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

অবৈধ কারেন্ট জালে জড়িয়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ০১:১০ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার

মেহেরপুরের আমঝুপি গ্রামে কাজলা নদীতে মাছ ধরার অবৈধ কারেন্ট জালে জড়িয়ে মাহি খাতুন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার সকাল ১১ সাড়ে এগারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সদর উপজেলার আমঝুপি গ্রামের পশ্চিম পাড়ার মনিরুল ইসলাম মঞ্জুর মেয়ে। 

পুলিশ জানায়, সকাল সাড়ে এগারটার দিকে শিশু মাহি তার মায়ের সাথে গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কাজলা নদীতে গোসল করতে যায়। এসময় মাহি নদীতে সাঁতার কাটতে গিয়ে নদীতে মাছ ধরার জন্য পেতে রাখা কারেন্ট জালে জড়িয়ে পরে। 

মাহির মা সন্তানকে না পেয়ে বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন এসে তল্লাশী চালিয়ে কারেন্ট জালে আটকে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে। 

পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ হাসপাতাল থেকে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিত্বে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তিনি।

এএইচ/