ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ফেরি সংকটে যানজট বাড়ছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার

গত দুই মাসেরও বেশি সময় ধরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের তিনটি রোরো ও একটি ইউটিলিটিসহ চারটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে মেরামতে থাকায় এ নৌরুটে ফেরি সংকট দেখা দিয়েছে। এ কারণে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে দৌলতদিয়া মহাসড়কে ফেরি পারের অপেক্ষায় যানজট লেগেই আছে। 

রোববার সকালে দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাংলাদেশ হ্যাচারী ও গোয়ালন্দমোড় মহাসড়কে দেখা গেছে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায়।            

এ রুটের ২১টি ফেরির মধ্যে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৮টি রোরো ও ৮টি কে-টাইপ ও ইউটিলিটি ফেরি দিয়ে যানবাহন পারাপার সচল রয়েছে। 

তবে মেরামতে থাকা ফেরিগুলো এ রুটে চলাচলে থাকলে যানজটের পরিমাণ কম হত বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে, রমজান উপলক্ষে গত কয়েকদিন ধরে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে পেঁয়াজ ও বিভিন্ন ধরনের ফলবাহী ট্রাকের চলাচল বেড়ে যাওয়ায় এবং মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ভারী যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। 

বিআইডব্লিউটিসি বাণিজ্য বিভাগের সহকারী ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, রমজান উপলকে গত কয়েকদিন ধরে পেঁয়াজ ও ফলবাহী ট্রাকের চাপ বেশি। এছাড়া এ নৌরুটের ৪টি ফেরি বেশ কিছুদিন ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। ফলে যানজট বেড়েছে।

এই নৌরুটে বর্তমানে ২১টি ফেরির স্থলে ১৬টি ফেরি চলাচল করছে।

এএইচ/