হিলিতে বাড়তি মূল্যে পণ্য বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে জরিমানা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৫:২৯ পিএম, ৩ এপ্রিল ২০২২ রবিবার
দিনাজপুরের হিলিতে মূল্য তালিকা না টাঙানোয় ও নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে হিলির কাচাবাজারে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন। এসময় পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, প্রতিবছর রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির একটা চক্রান্ত অসাধু ব্যবসায়ীদের থাকে। এবারের রমজানেও আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। ইতোমধ্যেই বেশ কিছু পণ্যের দাম হঠাৎ করেই অস্বাভাবিক হারে বেড়েছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ হিলি বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় মুল্যতালিকা না টাঙানোয় ও নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি মূল্য পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে কোন মহল কোন ধরণের কারসাজি করতে না পারে বা অপ্রয়োজনে কোন পণ্যের মূল্য বৃদ্ধি পায়। সে জন্য আমাদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কেআই//