ট্রাক্টর উল্টে খাদে, চালক নিহত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত : ১০:৩১ এএম, ৪ এপ্রিল ২০২২ সোমবার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে মাটি ভর্তি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ট্রাকের চালক মো. হাসানের (১৩) মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টায় ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে জীবননগর থানা পুলিশ। নিহত মো. হাসান গোয়ালপাড়া গ্রামের আলী আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, মো. হাসান ট্রাক্টরের সহকারী হলেও আজ সোমবার ভোরে নিজেই ট্রাক্টর চালিয়ে গঙ্গাদাসপুর গ্রামের ভৈরব নদী থেকে মাটি ভর্তি করে গঙ্গাদাসপুর গ্রামের ভিভিএম ইটভাটায় নিচ্ছিলেন। মাটি ভর্তি ট্রাক্টরটি গ্রামের মাঝ বরাবর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় হাসান ট্রাক্টরের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ সকাল ৯টায় ঘটনাস্থল থেকে হাসানের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মাহবুবুর রহমান জানান, মৃতদেহ থানায় আনা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এএইচ/