মালয়েশিয়ায় অবৈধ শ্রমিক আটক
প্রকাশিত : ০২:২০ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০২:৫৫ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার
মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়ে একান্ন বাংলাদেশীসহ দুই’শ ঊনচল্লিশ জন অবৈধ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
স্থানীয় সময় শনিবার মাঝরাতে কুয়ালালামপুরে এ অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃতরা প্লাষ্টিক কারখানাসহ তৈরি আসবাবপত্র বিক্রির দোকানে কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের মধ্যে মায়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তানের নাগরিকও রয়েছে। এদিকে ই-কার্ড নিবন্ধনের শেষ তারিখ ৩০ জুন শেষ হয়েছে। এই কর্মসূচির আওতায় নিয়োগদাতারা অবৈধ অভিবাসীদের আইন মেনে চাকরি চাকরি দেযার জন্য আবেদন করতে পারবে।