ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

জাতিসংঘে ভাষণ দেবেন জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৮:২৫ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মঙ্গলবার ভাষণ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এক ভিডিও বার্তায় এ কথা তিনি নিজেই জানিয়েছেন।

এ সময় তিনি ইউক্রেনের জনগণের উদ্দেশ্যে বলেন, “এই ভাষণ হবে কিয়েভের স্বার্থে, বুচায় বেসামরিক মানুষদের হত্যার মুক্ত ও স্বচ্ছ তদন্ত জন্য।”

জেলেনস্কি বলেছন, “আমি জোর দিয়ে বলতে চাই যে আমরা সবচেয়ে সম্পূর্ণ, স্বচ্ছ তদন্তে আগ্রহী, যার ফলাফল সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জানানো এবং ব্যাখ্যা করা হবে।”

এদিকে ইউক্রেনে রুশ সেনাদের হত্যাকাণ্ডের যে খবর প্রকাশ হয়েছে তার ‘স্বাধীন এবং কার্যকর’ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।  

এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচেলেট বলেছেন, “রাস্তায় পড়ে থাকা বেসামরিক মানুষদের মরদেহ এবং যত্রতত্রভাবে দেওয়া কবরের ছবি দেখে আমি খুবই মর্মাহত।”

তিনি বলেন, “সত্য, ন্যায়বিচার, জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে বুচায় কি ঘটেছে তার স্বাধীন এবং কার্যকর তদন্তে সব ধরনের সহযোগিতা দেওয়া জরুরি।”

সূত্র: বিবিসি
এসএ/