ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

হিলি স্থলবন্দরে ২ টাকা কেজি পেঁয়াজ!

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৩:৩১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৪:০১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

২৯শে মার্চের পর পেয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার খবরে একবারে অতিরিক্ত পেঁয়াজ আমদানি করে ফেলেছিলেন বন্দরের আমদানিকারকরা। কিন্তু এখন আমদানির সময়সীমা বেড়ে যাওয়ায় অতিরিক্ত পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছেন তারা। সেইসঙ্গে গরমে পেঁয়াজে পচন ধরায় এখন নামমাত্র দামেও বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। 

হিলি বন্দরে এখন খারাপ মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২ থেকে ৩ টাকা কেজি দরে। অনেকে আবার বিনামূল্যেও পেঁয়াজ বিতরণ করছেন। 

তবে ভালো মানের পেঁয়াজ সেখানে বিক্রি হচ্ছে ১৩ থেকে ১৫টাকা কেজিতে।

হঠাৎ করেই দাম কমে যাওয়ায় খুশি সেখানকার পেঁয়াজের খুচরা ও পাইকারি ক্রেতারা। 

আগের আমদানি করা পেঁয়াজ এখনও বিক্রি শেষ না হওয়ায় নতুন করে পেয়াজ আমদানি আপাতত বন্ধ রেখেছেন আমদানিকারকেরা।

পেয়াজ ক্রেতা আনন্দ বর্মন বলেন, “আগে তো পেয়াজের দাম ছিল ২০/২২টাকা কেজি। এখন দাম কমে হয়েছে ১৩/১৫ টাকা। এতে করে পেঁয়াজ কিনতে আমাদের সুবিধা হয়েছে।

এছাড়া খারাপ মানের পেঁয়াজ দুই থেকে তিন টাকা দরে কিনে সেগুলো পরিষ্কার করে আবার ১০ থেকে ১২টাকা কেজি দরে বিক্রিও করতে পারছেন বলে জানান পাইকারী ক্রেতারা। 

এ বিষয়ে পেঁয়াজ আমদানিকারক শাহরিয়ার আলম বলেন, এবারের পেঁয়াজ আমদানিতে তাদের অনেক টাকা লোকসান গুনতে হচ্ছে। 

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে মার্চ মাস জুড়েই পেঁয়াজের আমদানি অব্যাহত ছিল। সে সময় গড়ে প্রতিদিন ৩০ থেকে ৪০ট্রাক পেঁয়াজ আমদানি হতো।

সর্বশেষ ২৯শে মার্চ বন্দর দিয়ে ৬৩টি ট্রাকে ১হাজার ৬৯০টন পেঁয়াজ আমদানি হয়েছিল। এর পর থেকে আজ অবধি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে।

আরএমএ