রংপুর থেকে দূরপাল্লার বাস বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৩:৫০ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:১১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
বেতন ভাতা বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ কর্মবিরতি শুরু করেন রংপুরের পরিবহন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় দূরপাল্লার বাস চলাচল। পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের এ আন্দোলনের ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে শাহ ফতেহ আলী, নাবিল, এনা পরিবহন রংপুর কামারপাড়া ঢাকা বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
এদিকে শ্রমিকদের কর্মবিরতি মটর শ্রমিক ইউনিয়নের নয়, মটর মালিকদের ডাকা বলে জানিয়েছেন শ্রমিক নেতারা।
পরিবহন শ্রমিকরা জানান, নিত্য পণ্যের উর্ধ্বগতির বাজারে পরিবহন শ্রমিকদের আগের বেতন ভাতা প্রদান করা হচ্ছে।
ফলে একজন দিনমজুরের চেয়ে পরিবহন শ্রমিকরা কম বেতন পাচ্ছেন। এতে তাদের সংসার চালানোই দায় হয়ে পড়েছে।
আসন্ন রমজানে নিত্য পণ্যের দাম দ্বিগুণ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পরিবহন শ্রমিকরা। তাদের অভিযোগ, মালিক পক্ষকে একাধিকবার বলেও বেতন-ভাতা বাড়েনি।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে পরিবহন শ্রমিকরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
শ্যামলী পরিবহনের বাসের সহকারী জনি মিয়া (৩৫) বলেন, "আমাদের বাসের চালক একদিনে পান ১ হাজার ১০০ টাকা, বাসের সহকারী পান ৩৮০ টাকা, সুপার ভাইজার পান ৪২০ টাকা। বাজারে নিত্য পণ্যের যে দাম,এ বেতন দিয়ে আমাদের সংসার চলে না।"
মঙ্গলবার গাড়ি চলাচল করবে না এই বিষয়টি সোমবার মাইকিং করে জানানো হয়েছিল বলেও জানান তিনি।
এসবি/