ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

সন্ধ্যা নাগাদ কাটবে গ্যাস সংকট, মন্ত্রণালয়ের আশা

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৪:০২ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৪:২০ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের গ্যাস সরবরাহের সংকট মঙ্গলবার সন্ধ্যা নাগাদ অনেকটাই কেটে যাবে বলে আশা করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার এক বিবৃতিতে গ্যাস সরবরাহের সংকট অনেকটা কেটে যাওয়ার বিষয়ে এই আশার কথা জানিয়েছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় জরুরি মেরামতের জন্য কোনো কোনো এলাকায় গত দুই দিন গ্যাসের স্বল্পচাপ ছিল।

অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমের ফলে ধীরে ধীরে এই সংকট কাটছে। বিবৃতিতে বলা হয়, বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হতো।

সমস্যা দেখা দেওয়ায় তা ৮০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছিল। বর্তমানে এই গ্যাসক্ষেত্র থেকে ১ হাজার ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।

 মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তা ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত হবে বলে আশা করা যাচ্ছে।

এসবি/