ডিএসইতে লেনদেন এক বছরে সর্বনিম্ন
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৪:৫১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৫:০০ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারের সূচক কমার পাশাপাশি লেনদেনও কমে গেছে। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি টাকা, যা গত প্রায় এক বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছর ১৩ এপ্রিল ডিএসইতে সর্বনিম্ন লেনদেন ছিল ৫৫৬ কোটি টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, বাজার নিয়ে আস্থার অভাবেই লেনদেন কমে যাচ্ছে। তার ওপর দেশে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছেন। যার প্রভাব পড়ছে সব ধরনের সঞ্চয় ও বিনিয়োগের ওপর।
এদিন লেনদেনের পাশাপাশি উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার (৩ এপ্রিল) সূচক সামান্য বৃদ্ধির পর সোম ও মঙ্গলবার টানা দুদিন দরপতন হলো।
ডিএসইর তথ্য মতে, মঙ্গলবার বাজারটিতে ৩৮১টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের।
লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৮ পয়েন্ট।
এদিন ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
ডিএসইতে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল লাফার্জহোলসিম, আইপিডিসি, জিএসপি ফাইন্যান্স, ভিএফএসথ্রেড লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, জেমিনি সি ফুড এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।
এ বাজারে ১২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৯৫১ টাকার শেয়ার।
আরকে//