ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ যুক্তরাষ্ট্রের (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:০১ পিএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে তাগিদ দেয়ার পাশাপাশি বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী রাশেদ চৌধুরীকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ-মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। র‌্যাবের ওপর আনা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টিও আলোচনায় স্থান পায়। 

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিনকেন নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 

স্থানীয় সময় সোমবার দুপুরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. এ কে আব্দুল মোমেন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে আয়োজন করা হয় বৈঠকটির।

এসময়, র‌্যাবের ওপর আনা মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে তাগিদ দেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। পাশাপাশি, বিএনপিকে নির্বাচনে আনার উদ্যোগ নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি। 

এছাড়া, বাণিজ্য বৃদ্ধি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বাড়ানোসহ করোনা কিংবা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ নিয়ে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মনোযোগ আকর্ষণ করেন ড. এ কে আব্দুল মোমেন।  

বৈঠকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেন। জবাবে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, দেশে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি দলে যোগদেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ আরো অনেকে। 

এমএম/