ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভুল করে পানি খেলে কী রোজা ভেঙে যায়? (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০৫:৫৭ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার | আপডেট: ০৬:০০ পিএম, ৬ এপ্রিল ২০২২ বুধবার

আমরা অনেকেই রোজা থাকা অবস্থায় ভুল করে পানি খেয়ে ফেলি। এমন পরিস্থিতিতে কি রোজা ভেঙে যাবে? 

ইসলামের আদেশ উপদেশ সবই খুব সহজ, যা সহজেই পালনীয়। কেউ যদি ভুলে পানি খেয়ে ফেলেন, শুধু তাই নয়, কেউ যদি পেট ভরে খেয়ে ফেলেন এবং তারপর মনেপড়ে যায় যে তিনি রোজা আছেন তাহলে তার রোজা ভাঙবেনা। ইচ্ছাকৃত খাওয়া থেকে বিরত থাকলেই রোজা কবুল হবে। 

কারণ আল্লাহ ইচ্ছা করেছেন জন্যই তাকে রোজা অবস্থায় তাকে খাবার খাইয়েছেন। আমাদের অনেক সময়ই ভুলবশত এমন হয়ে যায় এবং এই পরিস্থিতিতে আমরা মনে করি আমাদের রোজা ভেঙে গেছে। কিন্তু তা না ভেবে যদি মনে পড়া মাত্রই খাওয়া বন্ধ করে দিই এবং পানাহার থেকে বিরত থাকি তাহলে সেই রোজা হবে।