ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

নিলামে ম্যারাডোনার ‘ঈশ্বরের হাতে’ গোল দেওয়া জার্সি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১০:২৫ এএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা জার্সি নিলামে উঠছে। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী। যার একটি গোল ‘ঈশ্বরের হাতে’ দেয়া বলে ব্যাপক পরিচিতি পেয়েছিল। 

ওই ম্যাচে প্রয়াত কিংবদন্তীর পরিহিত জার্সিটি চলতি মাসের শেষদিকে নিলামে তোলা হবে বলে বুধবার ঘোষণা করেছে নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় চার মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ পাওয়া যাবে। অনলাইনে নিলাম চলবে ২০ এপ্রিল পর্যন্ত।

ম্যারাডোনার বিতর্কিত ওই গোলে আর্জেন্টিনা ২-১ গোলে ইংল্যান্ডের বিপক্ষে জয়লাভ করেছিল। 

ওই সময় প্রতিআক্রমণের মাধ্যমে গোল করার সময় ম্যারাডোনাকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন প্রতিপক্ষের মিডফিল্ডার স্টিভ হজ। ম্যাচ শেষে নীল রংয়ের ১০ নম্বর জার্সিটি তার সঙ্গেই বদল করেছিলেন ম্যারাডোনা। এরপর থেকেই জার্সিটি তার কাছেই রয়েছে।

যা পরে ম্যানচেস্টারে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের জাদুঘরে সংগ্রহ করে রাখা হয়।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি এখনও বিশ্বকাপের ইতিহাসে স্মরণীয় ম্যাচ হয়ে আছে। মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়ামে ম্যারাডোনার দেয়া গোল দুটির একটি ছিল চমৎকার এবং অপরটি কুখ্যাত। 

এ কারণে ম্যাচটি ফুটবলের ইতিহাসে আলাদা জায়াগা করে নিয়েছে।

এএইচ/