ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

টিসিবির পণ্য মজুদ করায় দোকান মালিককে অর্থদণ্ড

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ০২:০৯ পিএম, ৭ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের দুলাল মিয়ারহাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে টিসিবির পণ্য ক্রয় করে মজুদ করার অপরাধে আলমগীর স্টোরের মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার রাত ৯টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

এ সময়ে ওই দোকান থেকে জব্দ করা হয়েছে ১১৮ লিটার সয়াবিন তেল, ১১৮ কেজি ডাল ও ১১৮ কেজি চিনি। ৫৯ জনের ফ্যামেলি কার্ড ব্যবহার করে ওই ব্যক্তি এ পণ্যগুলো টিসিবির নির্দিষ্ট গাড়ি থেকে ক্রয় করে মুরগির দোকানে মজুদ রাখে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির পণ্য জব্দ এবং অপরাধীকে অর্থদণ্ড করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যগুলো সাধারণ ক্রেতাদের কাছে পুনঃরায় বিক্রি করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।

এএইচ/