ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সমতায় ফেরার ম্যাচে পরিবর্তনের আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২ এএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হচ্ছে শুক্রবার (৮ এপ্রিল) থেকে। প্রোটিয়াদের মাটিতে ওয়ানডে সিরিজে জিতে আত্মবিশ্বাসে বলিয়ান বাংলাদেশ। তবে প্রথম টেস্টে বাজেভাবে হারলেও দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। 

শুক্রবার সিরিজে সমতা ফেরানোর মিশন মুমিনুল বাহিনীর। ডারবার টেস্টে লজ্জাজনক হারের দুঃস্মৃতিকে পেছনে ফেলে পোর্ট এলিজাবেথে টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নতুনভাবে শুরু করতে চায় তারা। টেস্টটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।

এদিকে বাংলাদেশ দলে দ্বিতীয় টেস্টে বেশ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। প্রথম টেস্টে স্পিন আক্রমণ দিয়ে বাংলাদেশকে ঘায়েল করে দক্ষিণ আফ্রিকা। যা প্রোটিয়াদের মতো পেসনির্ভর দেশের খুবই বিরল। যদিও নিজেদের প্রথম সারির পেস আক্রমণকে পায়নি দক্ষিণ আফ্রিকা। কিন্তু কেউই ভাবেনি, দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার এবং কেশব মহারাজ বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন বয়ে আনবেন।

অধিনায়ক মোমিনুল হক বলেন, “বিদেশের মাটিতে স্পিনারদের উইকেট দেয়া একটি অপরাধ। ২০১৫ সালের পর প্রথম টেস্ট খেলতে নামা হারমার ও মহারাজ দুজনে মিলে প্রথম ম্যাচে বাংলাদেশের ১৪টি উইকেট শিকার করেন। ঘরের মাঠে টেস্টে দক্ষিণ আফ্রিকার স্পিনারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ এবং পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর সর্বোচ্চ শিকার।”

ডারবানের কিংসমিড টেস্টে পেটের পীড়ায় খেলতেই পারেননি তামিম ইকবাল। শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্টে খেলতে নামবেন বাংলাদেশ দলের সেরা ওপেনার।

তামিম ফেরায় বাদ পড়বেন সাদমান ইসলাম। ডারবান টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ এই ওপেনার। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। আউট হন শূন্য রানে। আর তাসকিনের জায়গায় পেসার খেলবে না স্পিনার তা এখনো নিশ্চিত নন অধিনায়ক। 

উইকেট দেখে সিদ্ধান্ত নেয়া হবে জানিয়ে মুমিনুল বলেন, “তাসকিনের জায়গায় একজন পেস বোলার অথবা স্পিনার নেয়া হতে পারে, তবে উইকেট না দেখে সেটা বলতে পারছি না।”

কাঁধের চোট নিয়ে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে বোলিং করেছেন তাসকিন। শেষ পর্যন্ত ছিটকে যান দ্বিতীয় টেস্ট থেকে। চোটের কারণে তার সঙ্গে দেশে ফিরেছেন শরিফুল ইসলামও। বাংলাদেশ যদি তিন পেসার নিয়ে খেলে তাহলে তার পরিবর্তে দলে দেখা যেতে পারে আবু জায়েদ রাহী কিংবা শহিদুল ইসলামকে। আর দুই পেসার নিয়ে খেললে একাদশে আসতে পারেন স্পিনার তাইজুল ইসলাম।
এসএ/