সাবেক এমপি বিএম নজরুল ইসলাম আর নেই
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ১১:০৪ এএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বিএম নজরুল ইসলাম মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ১১টার দিকে তিনি ঢাকার রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিএম নজরুল ইসলাম কলারোয়া পৌর সদরের মৃত রাজাউল্লাহ্ বিশ্বাসের ছেলে। তিনি কলারোয়া উপজেলা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে ৩৭ বছর দায়িত্বপালন করেছেন। শেষ নিশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি পদে ছিলেন।
বিএম নজরুল ইসলাম ১৯৯৯ সালে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য, ২০০৯-১৪ সাল পর্যন্ত কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি ব্যাংকক থেকে ৪০ দিন চিকিৎসা নিয়ে ১৫ দিন আগে বাড়িতে ফেরেন। তিনি ওপেন হার্ট সার্জারী করান। মঙ্গলবার আকষ্মিক ভাবে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে রাজধানীর শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে নিয়ে ভর্তি করান। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টার দিকে কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে, বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া সাতক্ষীরার এই আ.লীগ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক এমপি, তালা-কলারোয়ার সাংসদ এড মুস্তফা লুৎফুল্লাহ এমপি, সাতক্ষীরা-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব নজরুল ইসলাম, কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান, উপজেলা পরিষদ পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা জাতীয় পাটির নেতা এম মুনসুর আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এসএ/