ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

৩ টোটকা: সব সময় শুধু আপনার কথাই ভাববেন প্রেমিক

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:৫৯ এএম, ৮ এপ্রিল ২০২২ শুক্রবার

নতুন প্রেমের আলাদা কদর থাকে। তখন বারবার ফোন। দেখা হওয়া। একসঙ্গে বেড়াতে যাওয়া। সব থাকে। কিন্তু সময়ের সঙ্গে একটু হলেও কমে সর্বক্ষণ যোগাযোগে থাকার ঝোঁক। হয়তো কাজের চাপে অনেকক্ষণ কথা হল না। অথবা অল্পেই মতের অমিল দেখা দিতে শুরু করল। এমন সময়ে কী করবেন? কী করলে আবার আগের মতো সর্ব ক্ষণ শুধু আপনার কথাই ভাববেন প্রেমিক?

এমন কোনও নিশ্চিত পথ নেই যা করলে প্রেমিক শুধু আপনার কথাই ভাববেন। তবে আপনি যদি তাকে ছাড়া আর কিছুই না ভাবতে পারেন, তা হলে কয়েকটি পদক্ষেপ করা যেতে পারে।

১) প্রেমিকের সময় মতো সব কাজ করেন? তিনি যখন দেখা করতে চান, তখনই দেখা করেন? তবে এ বার একটু নিজের মতো করে বাঁচার কথা ভাবুন। নিজের পছন্দ-অপছন্দ, নিজের কাজে— এ সবে গুরুত্ব দিন।

২) যখন তিনি ফোন করবেন, সব সময়ে তখনই উত্তর দেবেন না। যদি সেই ফোন খুব কাজের জন্য না হয়।

৩) দু’জনে যদি এক জায়গায় না থাকেন, তবে প্রেমিকের ঘরে বা অফিসে তার পছন্দের কোনও জিনিস রেখে আসুন। সে দিকে তাকালে বার বার আপনারই কথা মনে করবেন তিনি।