ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

ডিআইজি মিজানকে কম সাজা দেয়ায় প্রশ্ন তুলেছে হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১০ এপ্রিল ২০২২ রবিবার

ঘুষ গ্রহণের মামলায় ডিআইজি মিজানকে কম সাজা দেয়ায় প্রশ্ন তুলেছে হাইকোর্ট। পাশাপাশি অর্থপাচারের মামলায় ডিআইজি মিজানকে খালাসের বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ করেছে হাইকোর্ট। তলব করা হয়েছে নিম্ন আদালতের নথিও।

রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ প্রশ্ন তোলেন। 

গেলো সপ্তাহে ঘুষ লেনদেনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের খালাস চেয়ে করা আপিল শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট। সেই সঙ্গে নিন্ম আদালতে থাকা মামলার সকল নথিও তলব করেছে হাইকোর্ট। 

জামিন শুনানি দিন আগামী বুধবার ধার্য করা হয়েছে।

গেলো ২৩ ফেব্রুয়ারি ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে ও বাছিরকে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাছিরকে পাঁচ বছর কারাদণ্ড ও ৮০ লাখ টাকা জরিমানা করা হয়।

এএইচ/