ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪,   কার্তিক ১৮ ১৪৩১

বেনাপোলে সীমান্ত অপরাধ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:২৫ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার

যশোরের বেনাপোল সীমান্তে নারী-শিশু পাচার ও চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশসহ সীমান্ত অপরাধ প্রতিরোধে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকালে বেনাপোল সীমান্তের পুটখালী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। 

মতবিনিময় ও জনসচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন, খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, বিজিবি‘র এডি আব্দুল্লাহ আল মুয়ীদ, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ভূইয়া, পুটখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফফার, এসআই তৌফিকুজ্জামান, পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার আজমল হোসাইন, পুটখালী ইউনিয়নের সদস্যগন।

সভায় লে. কর্ণেল তানভীর রহমান বলেন, “আপনারা যারা চোরাচালান, নারী-শিশু পাচার ও মাদক ব্যবসার সাথে জড়িত আছেন এ ব্যবসা ছেড়ে দিয়ে বৈধ ব্যবসা করেন। কোন রকম মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।” 

তিন আরও বলেন, “এই পুটখালী এলাকাকে রোল মডেল করার লক্ষে কাজ করে যাচ্ছে বিজিবি।”
আরএমএ/ এসএ/