এবার মমতাকে ব্যঙ্গ রুদ্রনীলের?
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৭ এএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার | আপডেট: ০৯:০৯ এএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার
বিদ্রুপ করে ফের ফেসবুক ভিডিও ছেড়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। সেই চেনা মেজাজ, সেই সাদা-কালো ফ্রেম। ‘দাদা আমি সাতে পাঁচে থাকি না’-এর পর রুদ্রনীলের নতুন সংযোজন ‘অনুমাধব’। আসল কবিতা জয় গোস্বামীর ‘মালতীমালা বালিকা বিদ্যালয়’।
সোশ্যাল মিডিয়ায় কবি জয় গোস্বামীর বেনীমাধবের প্যারোডি করে পাঠ করেন অভিনেতা। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেই এ কবিতা তৈরি করেছেন অভিনেতা ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। ওই ভিডিও প্রকাশ্যে আসার কিছুক্ষণ পরই ফেসবুকে ভাইরাল হয়।
রুদ্রনীল জানান, কবির নাম ‘ভয় গোস্বামী’। গুড়বাতাসা, নকুলদানা নিয়েও কটাক্ষ করেন রুদ্রনীল।
তার ওই ভিডিও-তে কেন অনুমাধব বলা হয়েছে, তা কিছুক্ষণ পরই স্পষ্ট হয়ে যায়। গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেন অভিনেতা।
বিধানসভা নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তৈরি করেছিলেন রুদ্রনীল ঘোষ। সেই ভিডিও’র নাম ‘দাদা আমি সাতে পাঁচে থাকি না’। সেই ভিডিও সোশাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়। তারপর আরও কিছু ভিডিও করলেও ততটা জনপ্রিয় হয়নি। নতুন ভিডিওতে শাসকদলের বিরুদ্ধে তার কড়া প্রতিবাদ। এবার আবারও ভিডিও তৈরি করলেন অভিনেতা। তবে এবার তীর সরাসরি মমতার বুকে।
‘তিনি’ যদি বলে দেন ছোট ঘটনা, মেনে নাও চেপে যাও সব রটনা...’- মমতাকে এভাবেই ব্যঙ্গ করলেন অভিনেতা রুদ্রনীল।
রুদ্রনীলের দাবি, তিনি কখনও কারও নাম নেন না। কোনও মিথ্যেও বলেন না। যদিও একবারও মমতার নাম উচ্চারণ করেননি বিরোধী শিবিরের রুদ্রনীল ঘোষ। এর বদলে একই সুরে, একই ছন্দে ফের কবিতা বেঁধেছেন। যার ছত্রে ছত্রে ‘তিনি’ প্রশংসার ছলে নিন্দা ঝরেছে! সোমবার বিশ্ববাংলা সম্মেলনে যা যা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা, সে সমস্তই হাতিয়ার অভিনেতা-রাজনীতিবিদের।
কবিতায় কী বলেছেন তিনি? প্রথম থেকে শাণিত ভাষায় আক্রমণ করেছেন রুদ্রনীল। তার দাবি, ‘খবর দেখো না তুমি সব জেনে যাবে, সিরিয়াল দেখো তুমি শান্তি তো পাবে!’
রাজ্যের ভালো ভালো খবর দেখালে সরকারি অনুদান, বিজ্ঞাপনও যে মিলবে সে কথাও হাসতে হাসতে বলেছেন অভিনেতা। তার পরেই রুদ্রনীলের কটাক্ষ, ‘তিনি মানে সব ঠিক তিনি মানে ভালো, তিনি যদি বলে দেন সাদা হয় কালো!’ মাসে মাসে ভাতা, প্রশাসনের চোখরাঙানি, বুদ্ধিজীবীদের নীরবতা- কোনও কিছুকেই ব্যঙ্গ করতে ছাড়েননি তিনি।
রুদ্রনীলের ‘অনুমাধব’ কবিতার রেশ এখনও কাটেনি। এরই মধ্যে একই ছন্দে নতুন প্রকাশ তার।
অভিনেতার বক্তব্য, ‘‘আমার কথা যে শাসকদলকে বিঁধছে এ বিষয়ে দ্বিমত নেই। তাই আমাকে থামাতে বাহিনী নামাতে হয়। নির্বাচনে হাতে মারার পাশাপাশি ১৪ মাস ধরে বেকার রেখে ভাতে মারার পথেও হেঁটেছে রাজ্য সরকার। তবু ভালো আমাকে দেখে এখন কবিতা লিখতে শিখছেন সবাই।’’
তিনি জানেন, এতক্ষণে তাকে দাবিয়ে রাখতে হয়তো বৈঠক শুরু হয়ে গিয়েছে শাসকদলের অন্দরমহলে। তারপরেও রুদ্রনীল বিশ্বাস করেন, শুধুই রাজনৈতিক বিরোধীতা থেকে নয়, সাধারণের দুরবস্থা দেখে লেখা তার কবিতাগুলো ছুঁয়ে যাবে সমাজের সব স্তরের মানুষকে।
সূত্র: আনন্দবাজার
এসএ/