ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৮ ১৪৩১

সম্রাটের জামিনের শুনানি শেষ, অপেক্ষা আদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ আজই দেয়া হবে বলে জানিয়েছেন আদালত।

বুধবার (১৩ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে জামিন শুনানি হয়। এ মামলায় জামিন পেলে চারটি মামলার সবকটিতে জামিন পাবেন সম্রাট। এতে মুক্তিতে আর কোনো বাধা থাকবে না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এরআগে এদিন সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী সম্রাটের অসুস্থতা বিবেচনা করে জামিন চেয়ে ও চার্জ গঠন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে নথি পর্যালোচনা করে জামিনের বিষয়ে আজই আদেশ দেবেন বলে জানান বিচারক। এছাড়া চার্জ গঠনের বিষয়ে সময়ের আবেদন মঞ্জুর করেন আদালত।

সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী জামিন শুনানি শেষে বলেন, “সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে তিন মামলার জামিন মঞ্জুর করেছেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জামিন পেলে তার মুক্তিতে বাধা থাকবে না।”
এসএ/