ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

একুশে টেলিভিশনের বর্ষপূর্তিতে চেয়ারম্যানের শুভেচ্ছা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১ পিএম, ১৩ এপ্রিল ২০২২ বুধবার | আপডেট: ১২:০৬ এএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

একুশে টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

একুশে টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

তেইশ বছরে পদার্পণ উপলক্ষে কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ীসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম।

এক বাণীতে তিনি বলেন, “দীর্ঘ পথচলায় নানা চড়াই-উৎরাইয়ের সম্মুখীন হলেও সবার ভালোবাসা ও সহযোগিতায় একুশে টেলিভিশন দর্শকদের মাঝে দৃঢ় অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। 

“বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সৃজনশীল ও বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচারের মধ্যদিয়ে একুশে টেলিভিশন আজ সুস্থ ধারার বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই চলমান সাফল্যের পেছনে রয়েছে একুশে পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা, নিরলস প্রচেষ্টা, সক্রিয় অংশগ্রহণ এবং সংশ্লিষ্ট সকল মহলের সমর্থন ও পৃষ্ঠপোষকতা।”

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশ-মাটি-মানুষের মুখপাত্র রূপে এ যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

দর্শক, শিল্পী, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, কেবল অপারেটরসহ সকল শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ জানিয়ে তিনি সবাইকে সাথে নিয়ে একুশেকে দেশীয় সংস্কৃতির বাহন হিসেবে সুপ্রতিষ্ঠিত করার আগ্রহ ব্যক্ত করেন। 

২০০০ সালের ১৪ এপ্রিল যাত্রা করে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। 

এএইচএস/এসি