ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

খাগড়াছড়িতে ৩য়বারের মতো কারাতে প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৪১ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার

নারীর প্রতি সহিংসতা ও ইভটিজিং প্রতিরোধ, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং আত্মবিশ্বাসী করে তোলার লক্ষ্যে খাগড়াছড়িতে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে কারাতে প্রশিক্ষণ।
শুক্রবার খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান। ইউএনডিপি সিএইচটিডিএফ এর সহযোগিতায় এই কর্মসূচিতে খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৩০ জন ছাত্রী অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ইউএনডিপির এসআইডি-সিএইচটি’র জেন্ডার ও কমিউনিটি কোহেশন এর চীফ ঝুমা চাকমা, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা সহ অনেকে।