ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

দক্ষিণ এশিয়ার সেরা সম্প্রচার মাধ্যম হবে একুশে টেলিভিশন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১১ পিএম, ১৪ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়

একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার সেরা সম্প্রচার মাধ্যম হবে একুশে টেলিভিশন। সংবাদ, প্রামাণ্যচিত্র ও বিনোদন-সংস্কৃতিতে আসবে নবজাগরণ। পরিবর্তনে অঙ্গীকারাবদ্ধ একুশের জন্মদিনে এমন প্রত্যয়ের কথা জানালেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী পীযূষ বন্দ্যোপাধ্যায়। 

একুশ মানে একুশে ফেব্রুয়ারি। বাঙালির গৌরবগাঁথা, চিরঞ্জাল থেকে মুক্তি। একুশ মানে একুশে টেলিভিশন- যে আরশিতে স্পষ্ট হয়েছে বাঙালি জাতিসত্ত্বার পরিচয়। আর এ গণমাধ্যমের যাত্রা শুরু হয়েছিল বাঙালির সার্বজনীন উৎসব বাংলা নববর্ষের দিনে।

বিটিভির বাইরে একুশে এদেশের প্রথম বেসরকারি টেলিভিশন। নিয়মিত সংবাদ ছাড়াও টক শো, শেয়ারবাজার, নাটক ও বহুমাত্রিক অনুষ্ঠান বহুবছর ধরে নন্দিত। 

২২ পেরিয়ে ২৩ বছর পদার্পণে একুশে টিভির অনুষ্ঠানসূচিতে আসবে নবজাগৃতি। এমনটাই জানালেন প্রধান নির্বাহী।

মুক্তিযুদ্ধের চেতনা আর মুক্তবুদ্ধির বিকাশে পৃথিবীব্যাপী কাজ করবে একুশে টেলিভিশন।

ভিডিওতে দেখুন-

এনএস//