কৃষ্ণসাগরে ডুবে গেছে বিধ্বস্ত সেই রুশ যুদ্ধজাহাজ
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০৯:০৩ এএম, ১৫ এপ্রিল ২০২২ শুক্রবার
কৃষ্ণসাগরে ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় বিধ্বস্ত রুশ যুদ্ধজাহাজটি ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার ইউক্রেনের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয় মস্কভা নামের একটি রাশিয়ান যুদ্ধজাহাজ। পরে সেটিকে টেনে বন্দরের দিকে নিয়ে আসার সময় সমুদ্র উত্তাল হয়ে উঠলে এটি ডুবে যায়।
এবার উক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করলেও, এর আগে কোনো হামলার কথা স্বীকার করেনি রাশিয়া। তবে যুদ্ধজাহাজটিতে আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছিল দেশটি।
ইউক্রেনের ওডেসার গভর্নর ম্যাক্সিম মার্চেনকো দাবি করেন, ইউক্রেনীয় বাহিনী ক্ষেপণাস্ত্র হামলার ফলে কৃষ্ণসাগরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ এই যুদ্ধজাহাজটিতে ইউক্রেনের তৈরি নেপচুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে।
রাশিয়ার ওই যুদ্ধজাহাজের নাম মস্কভা। রুশ এই যুদ্ধজাহাজে হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেন, “রাশিয়ার কৃষ্ণসাগর বহরের মস্কভা যুদ্ধজাহাজে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে।”
এসএ/