ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইউক্রেনে ১,৯৮২ লোককে হত্যা করা হয়েছে: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৫:২৭ পিএম, ১৬ এপ্রিল ২০২২ শনিবার

নিহত মেয়ের সমাধির পাশে ক্রন্দনরত ৬৩ বছরের মারিয়া স্কোরোখোড

নিহত মেয়ের সমাধির পাশে ক্রন্দনরত ৬৩ বছরের মারিয়া স্কোরোখোড

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের শুরুর পর থেকে ১,৯৮২ বেসামরিক লোকের হত্যার রেকর্ড করেছে জাতিসংঘ। তবে এর "প্রকৃত পরিসংখ্যান অনেক বেশি" বলেও সতর্ক করেছে বিশ্ব সংস্থাটি।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার (ওএইচসিএইচআর) জানিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি থেকে ১৪ এপ্রিলের মধ্যে নিহত ১,৯৮২ জন বেসামরিক নাগরিকের মধ্যে রয়েছে ১৬২ জন শিশু।

এছাড়া আরও ২,৬৫১ বেসামরিক লোক আহত হয়েছে- যাদের মধ্যে ২৫৬ জন শিশু রয়েছে।

ওএইচসিএইচআর বলেছে, বেশিরভাগ নিহত ও আহত হয়েছে গোলাবর্ষণ এবং বিমান হামলার কারণে।

মানবাধিকার হাই কমিশনার মিশেল ব্যাচেলেট এর আগে রাজধানী কিয়েভের কাছে বুচা শহরে বেসামরিক লোকদের নিহত হওয়ার খবরে আতঙ্ক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তারা "সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয়ে গুরুতর এবং বিরক্তিকর প্রশ্ন" উত্থাপন করেছেন এবং প্রমাণ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। সূত্র-বিবিসি।

এনএস//