ঢাকা, রবিবার   ২২ সেপ্টেম্বর ২০২৪,   আশ্বিন ৬ ১৪৩১

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার | আপডেট: ১২:৪০ এএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার

যশোরের বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে মগর আলী (৫৫) নামে এক আওয়ামী লীগের নেতা খুন  হয়েছেন। এ সময় আহত হয় আরও দুইজন।

শনিবার (১৬ এপ্রিল) রাত আটটার সময় এই ঘটনা ঘটে। নিহত মগর আলী কাগমারী গ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে কাগমারী গ্রামের আবুল হোসেনের লেদের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুই ভাই আরব আলী (৬০) ও মগর আলীর মধ্যে ঝগড়া বাধে এবং মগর আলীকে মারধর করা হয়। মগর আলী মার খেয়ে বাড়িতে এসে তার দুই ছেলে হাসান আলী ও হোসেন আলী এবং নাতি ছেলে ইয়াসিনকে ডেকে নিয়ে যায়। এ সময় দু’পক্ষের লোকজনের মধ্যে মারমারি শুরু হয়। 

একপর্যায়ে আরব আলীর ছেলে হারুন (৪৫) এবং নাতি ছেলে রুবেল (২৭) চাচা মগর আলীর পেটে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করা হয়। 

এ সময় মগর আলীর পেটের নাড়িভুড়ি বের হয়ে আসে। ঘটনাস্থলে হাসান আলী (৪০) ও ছেলে ইয়াসিন (১৬) মারাত্মকভাবে আহত হন। তাদের দু’জনের অবস্থা আশঙ্কাজনক। পরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে নাভারন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে জরুরিভাবে তাদেরকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে ভর্তির পর মগর আলীর মৃত্যু হয়। 

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূইয়া ভাইপোর হাতে চাচা খুনের বিষয়টি স্বীকার করে জানান, মারামারি ঘটনা শুনা মাত্র সেখানে ফোর্স পাঠাই। এ ঘটনায় থানায় মামলা করা হলে অপরাধীকে আটক করে আইনের আওতায় আনা হবে। 
কেআই//