ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ইউক্রেনের ২৩ হাজার যোদ্ধা নিহত: রাশিয়া

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৭ এপ্রিল ২০২২ রবিবার

ইউক্রেনে অভিযানের শুরু থেকে ২৩ হাজার ৩৬৭ জন ইউক্রেনীয় যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেনের সেনাবাহিনী অপূরণীয় ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলেও জানিয়েছে রাশিয়া। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেন, শুধু মারিউপোলই ৪ হাজারের বেশি সেনা হতাহত হয়েছে। তার দাবি, মারিপোউলের এক হাজার ৪৬৪ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

মুখপাত্র ইগোর কোনাশেনকভার তথ্যমতে, ওডেসা এলাকায় ইউক্রেনের একটি সামিরক কার্গো বিমান গুলি করে ভূপাতিত  করেছে রুশ বাহিনী। যেটি ইউক্রেনের জন্য পশ্চিমাদের পাঠানো বড় একটি সামরিক চালান ছিল।তবে রাশিয়ার এমন দাবি নিয়ে কিয়েভের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ইউক্রেনে রুশ বাহিনী যুদ্ধাপরাধ করছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ। তাদের হামলায় ইউক্রেনের একাধিক শহর ধ্বংস্তূপে পরিণত হয়েছে। অনেক রুশ সেনাও নিহত হয়েছে।

এসবি/