ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

মঙ্গলগ্রহে কার পায়ের ছাপ? দেখুন নাসার ভাইরাল ইনস্টাগ্রাম পোস্ট

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১০:৪০ এএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

সম্প্রতি দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে মঙ্গলগ্রহের একটি অভূতপূর্ব ছবি প্রকাশ করেছে। হাই-রিজোলিউশান ইমেজিং সায়েন্স এক্সপেরিমেন্ট (এইচআইআরআইএসই) পদ্ধতিতে তোলা ওই ছবিতে দেখা যাচ্ছে মঙ্গলগ্রহে বিশালাকার কিছু গর্ত।

ছবিটি ছড়িয়ে পড়ার পরই হইচই পড়ে যায় নেটাগরিকদের মধ্যে। শুধু তাই নয়, বহু জ্যোতির্বিজ্ঞানীও ছবিটি দেখে মুগ্ধ হয়েছেন এবং তাদের প্রতিক্রিয়া দিয়েছেন।

একজন নেটাগরিক ছবিটি দেখে মন্তব্য করেছেন, ‘‘মনে হচ্ছে মঙ্গলগ্রহে এটা কোনও ভিনগ্রহীর পায়ের ছাপ।’’ অন্য দিকে, কেউ লিখেছেন "সৃষ্টিকর্তার সব সৃষ্টিই সৌন্দর্যে পূর্ণ, এই বিশ্বব্রহ্মাণ্ডও যার ব্যতিক্রম নয়।’’

বলা বাহুল্য, বেশির ভাগ মানুষই ছবিটি দেখে স্তম্ভিত হয়ে গেছেন। শুধুমাত্র যে ছবির সৌন্দর্য তা নয়, তার সঙ্গে রয়েছে ছবিটির মধ্যে আশ্চর্য এক রহস্য।

এসবি/