মারিউপোলের দখল নিয়ে ইউক্রেন-রাশিয়া তুমুল সংঘাত
একুশে টেলিভিশন
প্রকাশিত : ০১:৩৪ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার
ইউক্রেনের পূর্ব ও দক্ষিণ প্রান্ত কব্জা করতে তীব্র হামলা চালাচ্ছে রাশিয়া৷ প্রেসিডেন্ট জেলেনস্কি মোকাবিলা চালিয়ে যাবার অঙ্গীকার করেছেন৷ তিনি ভারি অস্ত্র ও আরও আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন৷
বিভিন্ন শহরে মুহুর্মুহু রকেট ও বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। পূর্ব ইউরোপের এই দেশটির খারকিভ শহরে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৩ জন। মাইকোলাইভ শহরেও ক্রমাগত রকেট হামলা চলছে।
হামলা সম্পর্কে সতর্ক করতে প্রায় সারাক্ষণই সেখানে বাজছে যুদ্ধের সাইরেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়া মারিউপোলকে একেবারে মাটির সাথে গুড়িয়ে দিতে চায়। শহরের কিছুই যেন আর অবশিষ্ট নেই। রাশিয়া শহরটিতে প্রবেশ বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছে বলে শহরের কর্মকর্তারা বলছেন।
রাশিয়া তাদের ‘নিশ্চিহ্ন' করে দেবার হুমকি সত্ত্বেও নিজস্ব অবস্থানে অটল রয়েছে সৈন্যরা৷ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বহিরাগতদের মোকাবিলার পথই বেছে নিয়েছেন৷
তিনি মারিউপোলের সুরক্ষার জন্য সব রকম চেষ্টা করবেন বলে জানিয়েছেন৷ সে জন্য অবিলম্বে ভারি অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের জন্য আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছেন জেলেনস্কি৷
তিনি বলেন, প্রতিবার সরবরাহে বিলম্ব হলেই রাশিয়া সেটাকে ইউক্রেনের মানুষের প্রাণহানির অনুমতি হিসেবে দেখছে৷
দেশের উত্তর পূর্ব অঞ্চল ও দক্ষিণে মারিউপোল শহরে রাশিয়ার হামলার তীব্র নিন্দা করেছেন তিনি৷ সেইসঙ্গে রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অংশ থেকে সেনা প্রত্যাহার সত্ত্বেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া৷
এসবি/