ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

তীব্র যানজটে নাকাল রাজধানীবাসী (ভিডিও)

রিয়াজ সুমন

প্রকাশিত : ১০:১১ পিএম, ১৮ এপ্রিল ২০২২ সোমবার

রাজধানীর যানজটের একটি চিত্র

রাজধানীর যানজটের একটি চিত্র

রাজধানীজুড়ে তীব্র যানজট। প্রতিটি সড়ক কিংবা অলিগলি, সব খানেই যানবাহনের তীব্র চাপ। প্রচণ্ড গরম আর অসহনীয় বাহনজটে দিনভর নাকাল নগরবাসী। ঢাকার বিভিন্ন সড়ক ঘুরে রাজধানীবাসীর সেই দুর্ভোগের চিত্রই তুলে ধরা একুশে টেলিভিশন অনলাইনের দর্শকদের জন্য।

মাথার ওপর প্রখর রোদ, সঙ্গে গ্রীষ্মের প্রচণ্ড গরম। লাখো নগরবাসীর গন্তব্যে পৌঁছানোর অস্থিরতা। এসবই যেন তুচ্ছ-অর্থহীন রাজধানীর যানজটের কাছে। প্রায় প্রতিটি সড়ক আর অলিগলির তীব্র যানজটের যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী।

গুলিস্তান, শাহবাগ, নিউ মার্কেট, ধানমন্ডি, ফার্মগেট, কাওরান বাজার কিংবা বনানী; প্রতিটি সড়কেই যানবাহনের চাপ। ঘণ্টার পর ঘণ্টা অতিবাহিত করেও গন্তব্যে পৌঁছাতে না পেরে নাকাল সাধারণ যাত্রী।

যতদূর চোখ যায় পুরো সড়কই যেন যানবাহনে ঠাসা। মোটরসাইকেল কিংবা সিএনজির মতো ছোট ছোট বাহনের চলার পথও রুদ্ধ। 

যানবাহনের এই জট ছাড়াতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকেও। ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষের চাপে সড়কের এই হাল, বলছেন তারা। 

আসন্ন ঈদুল ফিতরকে সামনে এই যানজট আরো বাড়ার আশঙ্কা রাজধানীবাসীর।

এনএস//