ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১০ ১৪৩১

হাবিপ্রবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি 

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ০২:২২ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ মাইন উদ্দিন রাসেলকে প্রধান উপদেষ্টা করা হয়েছে। 

সোমবার (১৮ এপ্রিল) এই কমিটি গঠন করা হয়। 

৫টি উপদল বিশিষ্ট কমিটিতে প্রধান দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মো: মেফতাউল হাসান সৌমিক এবং সহ-প্রধান দলনেতা হয়েছেন জারিন তাসনিম খান ও ইয়াছির আরাফাত। এছাড়াও ৫টি উপদলে মোট ১০ জন করে সদস্য রাখা হয়েছে।

উপদল-১ এর দলনেতা হয়েছেন দেবাশ্রিতা দাস ও সহ-দলনেতা মেহেদি হাসান। উপদল-২ এর দলনেতা সাব্বির আহমেদ ও সহ-দলনেতা সাকিবুল ইসলাম, উপদল-৩ এর দলনেতা ও সহ-দলনেতা সালমা আক্তার রানী ও মোঃ মোরসালিন মিয়া, উপদল-৪ এর দলনেতা আল মামুন অর রশিদ ও সহ-দলনেতা মোঃ মোরসালিন হুসাইন মুরাদ এবং উপদল-৫ এর দলনেতা তামান্না আরেফিন নবনী ও সহ-দলনেতা সিফাতুল্লাহ আপন নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত প্রধান দলনেতা মো: মেফতাউল হাসান সৌমিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট প্রশংসনীয়ভাবে বিশ্ববিদ্যালয়ের ভেতর ও বাহিরে বিভিন্ন কাজ করে চলেছে। বর্তমানে এর কার্যক্রম আরও বিস্তৃত হয়েছে। এ ক্রমধারা বজায় রেখে যুব সদস্যরা আরও বেশি সক্রিয় হতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রত্যক্ষ নির্দেশনা এবং সহযোগিতায় যুব সদস্যরা পড়াশোনার পাশাপাশি আত্মন্নয়ন, কর্ম দক্ষতা বৃদ্ধি, মানসিক বিকাশে প্রত্যয়ী হবে বলে আশা রাখেন তিনি। 

যাদের সহযোগিতায় এতদূর এগিয়ে চলা তাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানান দলনেতা।

আরএমএ/এএইচ