ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

ভোটের মাঠে হিরো আলম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০১ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ভোটের উত্তেজনা যেনো লেগেই আছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন। আর এই নির্বাচনে অংশ নিতে চলেছেন বাংলাদেশের ভাইরাল বয় হিরো আলম।

নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিএফডিসিতে গিয়ে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়নপত্র জমা দেন তিনি।

ভোটের বিষয়ে আলম বলেন, ‘‘প্রযোজক সমিতি থেকে নির্বাচনের মনোনয়নপত্র কেনার পর আমি কলকাতায় ছিলাম। তাই জমা দিতে একটু সময় নিতে হলো। আমি সব সময় বিশ্বাস করি, স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি।’’

বিভিন্ন কারণে বিতর্কিত হলেও এখন পযর্ন্ত ৫ টি সিনেমা বানিয়েছেন হিরো আলম। যার মধ্য দিয়েই লাভ করেছেন প্রযোজক সমিতির সদস্যপদ।

বেশ লম্বা সময় ধরেই নেতৃত্বশূন্যে রয়েছে এফডিসির এই প্রভাবশালী এই সংগঠনটি। বর্তমানে সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। তার তত্ত্বাবধানে আগামী ২১ মে অনুষ্ঠিত হবে নির্বাচন।

আরএমএ/এমএম