ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৯ ১৪৩১

টিআইবিতে চাকরির সুযোগ

প্রকাশিত : ০৫:০৭ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ১০:৪৮ এএম, ২ জুলাই ২০১৭ রবিবার

ছবি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের লোগো

ছবি: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের লোগো

নতুন জনবল নিয়োগ করতে যাচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। “বিবেক” প্রকল্পের অধীনে একজন অফিস অ্যাসিট্যান্স নিয়োগ দিবে প্রতিষ্ঠানটি। প্রার্থীকে বাংলাদেশের যেকোনো জেলা বা উপজেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

দায়িত্ব কর্তব্য:

দাপ্তরিক কাজে সাহায্য করা (অফিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন অনুষ্ঠানে খাবার পরিবেশন করা, প্রয়োজনে কেনাকাটা করা, ফটোকপি ও চিঠিপত্র বিলি করাসহ সব অফিসিয়াল কর্মসূচিতে লজিস্টিক সাপোর্ট প্রদান।


যোগ্যতা অভিজ্ঞতা:

প্রার্থীকে কমপক্ষে এসএসসি/ সমমানের পরীক্ষায় পাস হতে হবে। একই ধরনের পদে কমপক্ষে চার বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষা পড়তে, লিখতে ও যোগাযোগে সক্ষম হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন  

সর্বসাকুল্যে মাসিক- ১৪ হাজার ১৭১ টাকা ও সংস্থার নিয়মনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতার সনদপত্রসহ, জাতীয় পরিচয়পত্রের অনুলিপিসহ পেশাগত ভাবে দুজন পরিচিত দায়িত্বশীল ব্যক্তির রেফারেন্স, মোবাইল নম্বর উল্লেখ করে আবেদনপত্র আগামী ১০ জুলাই-২০১৭ তারিখের মধ্যে সিনিয়র ম্যানেজার এইচআর, টিআইবি, মাইডাস সেন্টার (লেভেল ৪-৫) বাড়ি-৫, সড়ক-১৬ (নতুন)২৭ (পুরাতন), ধানণ্ডি, ঢাকা-১২০৯, বাংলাদেশ এই ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রে খামের ওপর স্পষ্টক্ষরে “অফিস অ্যাসিট্যান্স পদের জন্য” উল্লেখ করতে হবে।   

বিস্তারিত জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট বিজিট করুন।