ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

কলকাতা পুলিশের নতুন বাহিনী ‘নেতাজি ব্যাটালিয়ন’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৯ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার | আপডেট: ১০:০৩ এএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতা পুলিশের নতুন বাহিনী গঠনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নতুন এ বাহিনীর নাম হবে ‘নেতাজি ব্যাটালিয়ন’।

আর্মড পুলিশের এই ব্যাটালিয়নের হেডকোয়ার্টার হবে হাওড়ায় এবং এই ব্যাটালিয়ন আপাতত কাজ করবে যাদবপুর ও বেহালয়া। 

 ২ জন ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত হবে এই ব্যাটালিয়ন। আগামী চার বছরে নেতাজি ব্যাটালিয়নের জন্য মোট ১৭৭১ জনকে নিয়োগ করা হবে। চলতি অর্থবছরে নিয়োগ হবে ২৯২ জন।

সূত্রের খবর, অর্থ দপ্তরের সঙ্গে একাধিক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা থেকেও ওই বাহিনীতে পাঠানো হতে পারে। তার আগে কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে কর্মী অফিসার নিয়ে তৈরি হতে পারে নেতাজী ব্যাটালিয়ন।

১৯৪২ সালের পয়লা সেপ্টেম্বর নেতাজি গঠন করেছিলেন আজাদ হিন্দ বাহিনী বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আবার সেই ধাঁচে গঠিত হচ্ছে নেতাজি ব্যাটালিয়ন। 

নেতাজির নিকট আত্মীয় চন্দ্র কুমার বসু মমতা সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “তরুণ সমাজ উদীপ্ত হবে এই সাধু প্রকল্পের মাধ্যমে।”
এসএ/