ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১১ ১৪৩১

জমজমাট বাবুরহাটের পাইকারি বাজার (ভিডিও)

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৭ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

পাইকারি ক্রেতাদের ভিড়ে মুখর নরসিংদীর শেখেরচর-বাবুরহাট। ঈদের বাজার ধরতে দেশের নানা প্রান্তের খুচরা কাপড় বিক্রেতারা আসছেন এই হাটে। নিত্য-নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরাও।

ভালো যোগাযোগ ব্যবস্থা এবং সব ধরনের দেশি কাপড়ের বিপুল সমাহারের কারণে জমজমাট হয়ে উঠেছে নরসিংদীর শেখেরচর-বাবুরহাটের পাইকারি বাজারটি। বিভিন্ন জেলার খুচরা বিক্রেতারা কিনতে আসছেন শাড়ি, লুঙ্গি, থ্রি-পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড়।

পাইকারি দামে যাকাতের কাপড়ও কিনছেন অনেকে।

পাইকারি ক্রেতারা জানান, “খুচরা-পাইকারি দরে কাপড় নিতে এসেছি। কিন্তু দাম অনেক পড়েছে, গজে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।”

সুতার দাম বাড়ায় বেড়েছে উৎপাদন খরচ। তাই এ বছর কাপড়ের দাম বেশি, বলছেন বিক্রেতারা।

পাইকারি বিক্রেতা বলেন, “সুতার দামটা বেশির কারণে বেচাবিক্রি এখনও খারাপ। যদি দাম থাকতো তাহলে কেনাবেচা আরও ভাল হত।”

ছোট-বড় প্রায় পাঁচ হাজার দোকানে বৃহস্পতিবার থেকে রোববার চলছে ধুমসে বেচাকেনা। 

পাইকারি বিক্রেতা জানান, “গত দুইবছর করোনার যে ঘাটতি এবার মনে হয় পুষিয়ে নিতে পারব।”

আসন্ন ঈদ-উল ফিতর ঘিরে ভালো ব্যবসা হবে বলে আশাবাদী বণিক সমিতি।

শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান ভুঁইয়া বলেন, “ঈদকে সামনে রেখে দেড় থেকে দুই হাজার কোটি টাকা বেচাবিক্রি হয়। এবার হয়ত আরও বৃদ্ধি পাবে, আশা করছি আমরা।”

করোনা পরিস্থিতির উন্নতিতে লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যবসায়ীদেরও। 

এএইচ/