সিরাজগঞ্জে পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৩:৩১ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার
সিরাজগঞ্জের বেলকুচি থানার রান্ধুনীবাড়ীতে র্যাব-১২ এর অভিযানে পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি সহ এক অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটককৃত ব্যক্তির নাম হারুন-অর-রশিদ(৩৭)।
অস্ত্র ব্যবসায়ী হারুন নাকফাটা পশ্চিমপাড়া গ্রামের নূর হোসেন সরকারের ছেলে।
বুধবার দুপুরে র্যাব-১২ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গত মঙ্গলবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেলকুচি থানার রান্ধুনীবাড়ী কবরস্থান মোড় এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তখন ১টি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ২ রাউন্ড গুলিসহ ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
সেই সময় তার কাছ থেকে অস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার দুপুরে উদ্ধারকৃত আলামতসহ তাকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হারুন অর রশিদ র্যাবকে জানান, এই অস্ত্র ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল।
আরএমএ/এমএম