ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৭ ১৪৩১

সন্দ্বীপে নৌ-দুর্ঘটনা

খোঁজ মেলেনি ৩ শিশুর, অভিযান সমাপ্ত ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার | আপডেট: ১০:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০২২ বুধবার

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ ৩ শিশুর খোঁজ মেলেনি। সন্ধ্যা ৬টায় আজকের মতো অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা।

বুধবার সকালে ২২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়ার পথে স্পিডবোট ডুবে এখনো ৩ শিশু নিখোঁজ হয়। নিখোঁজদের মধ্যে যমজ বোনও রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীশা বলেন, ‘সকাল সাড়ে ৯ টার দিকে স্পিডবোটটি দুর্ঘটনায় পড়ে। ১৮ জন তীরে উঠতে সক্ষম হলেও ৩ জন এখনও নিখোঁজ রয়েছে। একজনের লাশ পাওয়া গেছে। এরপর স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড ও নৌপুলিশ উদ্ধার অভিযান শুরু করে। কিন্তু ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের আর জীবিত পাওয়ার সম্ভাবনা না থাকায় ও বৈরী আবহাওয়ার কারণে আজকের মত অভিযান সমাপ্ত ঘোষণা করেছি।

আগামীকাল বৃহস্পতিবার সকালে লাশের খোঁজে আবার অভিযান চলবে।’
কেআই//