ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অঝোর বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা (ভিডিও)

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১২:০৫ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার

তীব্র বৃষ্টি ও উজানের ঢলে বাড়ছে বাড়ছে নদ-নদীর পানি। বাঁধ ভেঙে সুনামগঞ্জে আরও প্রায় আড়াইশ’ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে পানিতে। নেত্রকোনাতেও পানি বেড়েছে সবক’টি নদ-নদীর। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বেশক’টি বাঁধ।

অঝোর বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি। সুনামগঞ্জে নতুন করে মধ্যনগরের রাঙ্গামাটিয়া হাওর ও শান্তিগঞ্জের ডাবর হাওরের প্রায় ২৫০ হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। 

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, “জমির ফসল এখন পানির নীচে। এখন কি করে বাঁচব সেই চিন্তা।”

এ নিয়ে জেলার ১৮টি হাওরের ২০ হাজার ২৫০ হেক্টর ফসলি জমি পানির নিচে। চলতি সপ্তাহে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পাউবো।

এদিকে, নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে সবক’টি নদ-নদীর পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে খালিয়াজুড়ির কীর্তনখোলা, চর হাইজদা হাওরের ফসল রক্ষা বাঁধ।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, “সমস্যা দেখার আগেই কীর্তনখোলা বাঁধ মেরামত করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত বাঁধ ভেঙে কোন জমির ফসল নষ্ট হয়নি।” 

কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দিয়েছে কৃষিবিভাগ।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ এফ এম মোবারক আলী বলেন, “৬২ শতাংশ ধান কাটা হয়েছে, বাকি ৩৮ ভাগ ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কৃষকরা বলছেন, হাওরের ফসল কাটা শেষ করতে সময় লাগবে আরও এক সপ্তাহ।

এএইচ/