নিউ মার্কেটে সংঘর্ষ: দুই মামলায় আসামি ১২শ’
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১২:১১ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ১২:১৩ পিএম, ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে দুটি মামলা দায়ের করেছে।
পুলিশের উপর হামলার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুটি মামলায় নিউ মার্কেটের ব্যবসায়ী, কর্মচারী ও ঢাকা কলেজের শিক্ষার্থীসহ ১২০০ জনকে আসামি করা হয়েছে।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান ও পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির বাদি হয়ে নিউমার্কেট থানায় মামলা দুটি দায়ের করেন।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ ম কাইয়ুম বৃহস্পতিবার (২১ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি জানান।
তিনি বলেন, “ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের ওপর হামলার অভিযোগে ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়া, একই মামলা অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ জন শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।”
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা অপর মামলায় অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশজনকে আসামি করা হয়েছে। তবে এসব মামলায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলেও জানান তিনি।
এসএ/