ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

মারিউপোলের পর দনেৎস্ক দখলে মরিয়া রাশিয়া

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ১১:১৯ এএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

মারিউপোল দখলে নিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। এখন ডনবাসের দনেৎস্ক দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিয়া। 

ইউক্রেনের সেনা প্রধানের গুরুত্বপূর্ণ সহকারি শুক্রবার জানিয়েছেন, দনবাস অঞ্চলের দনেৎস্কে ৪২টি গ্রাম রাশিয়ার হাতে চলে গেছে। দেশের জাতীয় টেলিভিশনে তিনি এই কথা বলেছেন বলে জানা গেছে। একইসঙ্গে তার দাবি, ৪২টি গ্রাম রাশিয়ার সেনা দখল করলেও ইউক্রেনের সেনা তা পুনর্দখলের জন্য মরিয়া লড়াই চালাচ্ছে। যে কোনো সময় তা ফের ইউক্রেনের হাতে চলে আসবে। রাশিয়া অবশ্য এবিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এরআগে বৃহস্পতিবার বিকেলে রাশিয়া দাবি করেছে, মারিউপোল এখন সম্পূর্ণ তাদের দখলে। যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, মারিউপোল রাশিয়া দখল করে নিয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ সত্য নয়। এখনো সেখানে লড়াই চলছে। পেন্টাগনও জানিয়েছে, রাশিয়ার দাবি এখনো পর্যন্ত খতিয়ে দেখা সম্ভব হয়নি। তবে একটি উপগ্রহ চিত্রে মারিউপোলে আরো একটি গণকবরের চিহ্ন পাওয়া গেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

সূত্র: ডয়েচে ভেলে

এসবি/