সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামী আর নেই
প্রকাশিত : ০৫:২০ পিএম, ১ জুলাই ২০১৭ শনিবার | আপডেট: ০৯:৫৮ এএম, ৪ জুলাই ২০১৭ মঙ্গলবার
ছবি: করুণাময় গোস্বামী
একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামী (৭৩) আর নেই। শুক্রবার রাত পৌনে ১২টায় বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় তিনি মারা গেছেন। তাঁর নিকট আত্মীয় সৌরভ ভট্টাচার্য্য এই সঙ্গীতজ্ঞের মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সৌরভ গণমাধ্যমকে বলেন, “মেসো (করুণাময় গোস্বামী) বৃহস্পতিবার থেকে জ্বরে ভুগছিলেন। আমেরিকা ও কানাডাপ্রবাসী দুই সন্তান ফিরলে তার শেষকৃত্য হবে। ১৯৪২ সালের ১১ মার্চ জন্ম নেওয়া করুণাময় গোস্বামী বাংলা একাডেমি প্রকাশিত ‘সংগীত কোষ’র রচয়িতা। সঙ্গীত নিয়ে তার অনেকগুলো বই রয়েছে।
প্রধানমন্ত্রীর শোক:
একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত গবেষক করুণাময় গোস্বামীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় তিনি শিল্প, সাহিত্য ও সংগীতে করুণাময় গোস্বামীর অবদানের কথা স্মরণ করেন। শেখ হাসিনা শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।