ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ৮ ১৪৩১

অপরাধ করে চালক, সাজা ভোগ করে গাড়ি! (ভিডিও)

একুশে টেলিভিশন  

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০২২ শুক্রবার

অপরাধ করে চালক, সাজা ভোগ করে গাড়ি। মালিকের হয় ক্ষতি আর জনগণ পোহায় দুর্ভোগ। বলছিলাম, থানার সামনে গাড়ি রেখে যানজট সৃষ্টির কথা। 

রাজধানীর অতি ব্যস্ততম ধানমন্ডি সাত মসজিদ সড়ক। লালমাটিয়ার সংযোগস্থলে মোহাম্মদপুর থানা। এ থানার সামনে মাসের পর মাস ধরে রাখা বিভিন্ন মডেলের গাড়ি। 

জড়ো করে রাখা এসব গাড়ি জুড়ে আছে রাস্তার অর্ধেক। সৃষ্টি হচ্ছে নিত্যকার যানজট। 

চলতি পথের একজন জানান, "এগুলো মামলা খাওয়া গাড়ি, এগুলোর কারণে ওভারটেক করতে সমস্যা হয়।"

মোহাম্মদপুর বাদে আরও কিছু থানার সামনে রাখা হয়েছে মামলাযুক্ত যানবাহন। পরিত্যক্ত গাড়ির নিচে জমে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধও ছড়াচ্ছে মারাত্মক। 

একজন জানান, "এইসব পরিত্যাক্ত যানবাহনের কাছে পথচারীরা মল-মূত্র ত্যাগও করে, যেকারণে পরিবেশ আরও অস্বাস্থ্য হয়ে ওঠে।" 

বহুদিন ধরে গাড়িগুলো পড়ে থাকায় তা আর মেরামত করাও সম্ভব নয়। এতে রাষ্ট্রীয় সম্পদের যেমন অপচয় হচ্ছে তেমনি দখল হয়ে আছে গুরুত্বপূর্ণ স্থান। এই প্রক্রিয়া থেকে তাহলে বেরুনোর উপায় কী? প্রশ্ন ছিল সাবেক পুলিশ প্রধানের কাছে।

সাবেক আইজিপি নরুল আনোয়ার  বলেন, "আদালতের কি কোর্টের মধ্যে রাখার জায়গা আছে! তাহলে রাখবে কই! কোর্ট পুলিশকে বলে তুমি রাখো আলামত হিসাবে। শেষ পর্যন্ত যখন ডিস্পোজাল অর্ডার আসে ততদিনে গাড়ির আর অবশিষ্ট কিছুই থাকেনা।"

জ্বরাজীর্ণ গাড়ি সরিয়ে জনবান্ধব সড়ক ব্যবহারের দাবি জানান পথচলতি মানুষ। 

এসবি/